পিতার হাতে ক্যানুলা দিতে দেখে হৃদরোগে ছেলের মৃ*ত্যু

আজাদী অনলাইন | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ৭:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় কিডনি রোগে আক্রান্ত পিতার হাতে ক্যানুলা দিতে দেখে ছেলে শুভ চক্রবর্তী (২২) নামে এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। রবিবার (২৯ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুভ চক্রবর্তী আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাকির বাপের বাড়ীর প্রনতোষ চক্রবর্তীর ছেলে। সে বাকলিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহতের মা দুলা চক্রবর্তী আজাদীকে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিল। তাই অপারেশন করানোর জন্য শনিবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তখন অপারেশন রুমে নিয়ে গেলে তার বাবাকে রক্ত দেওয়ার জন্য ক্যানুলা দিতে দেখে শুভ চক্রবর্তী অপারেশন রুম থেকে বের হয়ে আসে। তার কিছুক্ষণ পর সে পাইচারী করতে থাকে। এক পর্যায়ে সে মাথা ঘুরে পড়ে যায়।

এ সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। গতকাল রবিবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভা ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবউকে কুপিয়ে হত্যা, চট্টগ্রামে স্বামীর মৃত্যুদণ্ড