লোহাগাড়ার আমিরাবাদে পেছনের একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে চালবোঝাই ট্রাক। এ সময় ট্রাকচালক মোহাম্মদ সাদেকুল (৪৫) আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চালক রংপুর জেলার সদর থানার দক্ষিণ নেয়ামত পান্নার দিঘী এলাকার মৃত জহুর উদ্দিনের পুত্র। চালকের সহকারী মো. পলাশ হাছান জানান, ট্রাকটি রংপুর থেকে চালবোঝাই করে লোহাগাড়া উপজেলা সদরে আসছিল। ঘটনাস্থলে পেছনের একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিলে উল্টে যায়। এতে চালক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পরে ট্রাকটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।