চকরিয়ার মালুমঘাটে বাবা সুরেশ চন্দ্র শীলের শ্রাদ্ধানুষ্ঠানের আচার সেরে ফেরার মুহূর্তে পিকআপ চাপায় পাঁচ ভাই নিহত ও দুই ভাই-বোন গুরুতর আহত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জাগো হিন্দু পরিষদ। গত ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের খোঁজখবর নেন ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা। একই দিন সাতকানিয়ায় চন্ডী বৈদ্যের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকেও দেখতে যান নেতৃবৃন্দ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন রুবেল কান্তি দে, টিটু শীল, সঞ্জয় দাশ, রুবেল দাশ গুপ্ত, চন্দন দেব নাথ, টুটুন চৌধুরী প্রমুখ।