পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা উদ্ধার বোয়ালখালীতে আটক ৩

বোয়ালখালী প্রতিনিধি  | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে একটি মিনি পিকআপ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। গত বুধবার রাতে উপজেলার আরাকান সড়কের শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানাযায়এসআই সুমন কুমার দে ও এসআই নেছার আহমদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের নিয়মিত টহলের সময় সন্দেহভাজন পিকআপটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ১৬ নং ওয়ার্ডের মো. মমতাজ মিয়ার ছেলে রমজান হোসেন প্রকাশ সাগর (২৫) ও একই জেলার সদর (দক্ষিণ) থানার নোয়াগ্রাম এলাকার আব্দুস ছত্তারের ছেলে মো. শাহাদাৎ হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়। এছাড়াও পিকআপটি ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও মো. জসিম উদ্দিন নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সে সারোয়াতলী ইউনিয়নের মৃত আবদুল সালামের পুত্র।

ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানা ওসি মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে দোকান কর্মচারী রাসেল হত্যার প্রতিবাদে সমাবেশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খালে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ