পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারে আগুন

পটিয়ায় চিকিৎসকসহ আহত ২

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

পটিয়ায় প্রাইভেট কারের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক চিকিৎসকসহ দুইজন আহত হয়েছেন। তারা হলেন ডা. রিজুয়ান আজাদ চৌধুরী ও তার গাড়ি চালক শহীদুল ইসলাম। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার নাইখাইন টেক এলাকায় এই ঘটনা ঘটে। পরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক ও তার গাড়িচালককে উদ্ধার করে।
জানা গেছে, চিকিৎসক আজাদ পটিয়া সদরের বাসস্টেশন এলাকায় প্রাইভেট কারে করে চেম্বারে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। এসময় কারটি দুমড়েমুচড়ে গিয়ে আগুন ধরে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানিয়েছেন, পিকআপ ও প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক ও গাড়ি চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনার ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন অকার্যকর হয়ে পড়েছে : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধজেলা-উপজেলায় টহল জোরদার