পিএসএলে নাহিদ-লিটন-রিশাদরা খেলার সুযোগ পাবেন তো ?

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকের ক্যারিয়ারের বছর পূর্ণ হওয়ার আগেই বিদেশি লিগে ডাক পেয়ে গেছেন গতির ঝড় তুলে নজর কাড়া নাহিদ রানা। ধারাবাহিক পারফরম্যান্সে আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলেছে রিশাদ হোসেনের জন্য। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর দিন লিটন কুমার দাসও পেয়েছেন সুখবর। এরপরই আসছে অবধারিত প্রশ্ন। দল পেলেও খেলতে যেতে পারবেন তো বাংলাদেশের এই তিন ক্রিকেটার?

লাহোরে সোমবার হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ডায়মন্ড বিভাগ থেকে বাংলাদেশী টাকায় ৩০ লক্ষ টাকায় রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। গোল্ড বিভাগ থেকে বাংলাদেশী টাকায় ৬০ লক্ষ টাকায় নাহিদকে নিয়েছে পেশাওয়ার জালমি। আর করাচি কিংসে সুযোগ পেয়েছেন লিটন বাংলাদেশী টাকায় ৩০ লক্ষ টাকায়। নাহিদকে স্পিডস্টারউল্লেখ করে গোল্ড বিভাগের প্রথম ডাকেই দলে নিয়েছেন পেশাওয়ারের ক্রিকেট ডিরেক্টর ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম। এখনও আন্তর্জাতিক টিটোয়েন্টিতে অভিষেক না হওয়া তরুণ পেসার স্বীকৃত টিটোয়েন্টিতে ১২ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। চলতি বিপিএল ও এর আগে বাংলাদেশের হয়ে টেস্টওয়ানডেতে গতির সঙ্গে চমৎকার নিয়ন্ত্রণ ও বাউন্সের মিশেলে নিজের কার্যকরিতার প্রমাণ দিয়েছেন নাহিদ। সেই পথ বেয়েই মূলত দেশের বাইরের লিগে প্রথম সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী পেসার। বিদেশি টুর্নামেন্টে ডাক পাওয়ার দিক থেকে এটি রিশাদের তৃতীয় লিগ। কিন্তু ভিসা জটিলতার কারণে কানাডার গ্লোবাল টিটোয়েন্টি ও জাতীয় দলের ব্যস্ততাসহ বিপিএল ও নানা বাস্তবতায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়া হয়নি তরুণ লেগ স্পিনারের। এবার পিএসএলে ডায়মন্ড বিভাগে নিবন্ধন করলেও রিশাদকে সিলভার বিভাগ থেকে দলে নিয়েছে লাহোর। লিটনের ক্ষেত্রেও তাই। গোল্ড বিভাগে থাকা স্টাইলিশ ব্যাটসম্যানকে সিলভার বিভাগে দলভুক্ত করেছে করাচি। দেশের বাইরের লিগে রিশাদনাহিদের চেয়ে লিটনের অভিজ্ঞতা বেশি। এরই মধ্যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, এলপিএলে গল টাইটান্স ও সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন উইকেটকিপারব্যাটসম্যান। তবে রিশাদ ও নাহিদের মতো তারও এবার পিএসএল অভিষেকের হাতছানি। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার পিছিয়ে গেছে পিএসএলের সূচি। আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা টুর্নামেন্টের দশম আসর। ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে এখনও বাকি প্রায় তিন মাস। তিন ক্রিকেটারের পিএসএল খেলার সম্ভাবনা নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

পূর্ববর্তী নিবন্ধরিলায়েন্স মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধআইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ