পিএসএলে দল পেলেন সাকিব-রিয়াদ-লিটন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

আবার পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। প্রথমবারের মতো পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন লিটন দাস। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ১৪ ম্যাচ হয়েই থমকে যায় চলতি বছরের পিএসএল। আগামী ২ জুন আবার শুরু হবে আসরটি। দীর্ঘ বিরতিতে খেলোয়াড় হারানো ফ্র্যাঞ্চাইজিগুলো গত মঙ্গলবার রাতে বদলি খেলোয়াড়দের ড্রাফট থেকে দল পুনর্গঠন করে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলমান আইপিএলে খেলা সাকিবকে পিএসএলে ডেকেছে লাহোর কালান্দার্স। বাঁহাতি এই অলরাউন্ডার এর আগে খেলেছেন করাচি কিংস ও পেশাওয়ার জালমি দলে। লাহোর আরও নিয়েছে জেমস ফকনার, জো বার্নস, ক্যালাম ফার্গুসন ও সিকুগে প্রসন্নকে। এর আগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে ডেকেছে মুলতান সুলতানস। দেশের বাইরে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে দল পেলেন লিটন। ২০১৯ সালে জ্যামাইকা তালাহওয়াহসের হয়ে সিপিএলে খেলা এই কিপার-ব্যাটসম্যানকে ডেকেছে করাচি। সাকিবের সাবেক এই দল আরও নিয়েছে মার্টিন গাপটিল, নাজিবউল্লাহ জাদরান ও থিসারা পেরেরাকে। মাহমুদউল্লাহর সাবেক দল কোয়েটা ডেকেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। দল পাননি তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা। আগামী জুনে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই সময়ে চলবে পিএসএল। এই টুর্নামেন্টের জন্য ২৩ মে থেকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির ফেসবুকে কক্সবাজারের ‘গলির ক্রিকেট’
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে উন্নতি তামিম-শান্ত-মোমিনুলের