পিএমএল-এন সরকার গঠন করুক, চায় না অনেক শীর্ষ নেতা

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

সরকার গঠনের বিপক্ষে কথা বলছেন পাকিস্তান মুসলিম লীগেরনওয়াজ (পিএমএলএন) জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন, দেশের টালমাটাল পরিস্থিতিতে মাথায় কাঁটার মুকুট পরার ইচ্ছা নেই তাদের। বরং সর্বদলীয় সরকার গঠনে মনযোগী হওয়ার কথা বলছেন তারা। পাকিস্তানের সমপ্রচারমাধ্যম জিও’র অনলাইন সংস্করণে এক প্রতিবেদন থেকে এতথ্য পাওয়া গেছে। শনিবারের প্রতিবেদনে পিএমএলএন’র জ্যেষ্ঠ নেতা খাজা সাদ রফিকের একটি মন্তব্য তুলে ধরেছে। খবর বাংলানিউজের।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে সাদ রফিক একটি পোস্ট করেন। যেটিতে তিনি লিখেছেন, পাকিস্তানে ফেডারেল সরকার গঠন করা সংসদের সব দলের যৌথ দায়িত্ব, পিএমএলএন’র একার নয়। গত ৭ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা পাকিস্তান তেহরিকইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীদের আহ্বান জানিয়ে রফিক লিখেছেনআপনাদের উদ্যোগ নেওয়া উচিত। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে একটি যৌথ কেন্দ্রীয় সরকার গঠন করা উচিত। নির্বাচনে যেহেতু কোনো রাজনৈতিক দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই তাই পিএমএলএন’র মাথায় কাঁটার মুকুট সাজানোর কোনো ইচ্ছা নেই। পাকিস্তানের অন্যতম বৃহত্তম শহর শেখুপুরার পিএমএলএন নেতা জাভেদ লতিফও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়াদের সরকার গঠনের পক্ষে। তিনি আশা করেন, পিএমএলএন সিদ্ধান্ত নেবেযে দলটি সবচেয়ে বেশি সংখ্যক আসনে বিজয়ী হয়েছে তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, এটি হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ব্যর্থ হতে পারে। যেদিন পিএমএলএন এ সিদ্ধান্ত নেবে, আমি প্রকাশ করব ৮ ফেব্রুয়ারি কার জন্য কারচুপি করা হয়েছিল এবং এর পেছনে মাস্টারমাইন্ড কারা ছিল। পিএমএলএনকে পাঞ্জাবের দিকে নজর দিতে হবে। জিও জানিয়েছে, লাহোরে পিএমএলএন’র জ্যেষ্ঠ নেতাদের একটি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়। যেখানে আজম নাজির তারার, আয়াজ সাদিক, আহসান ইকবাল, রানা তানভীর, সুলেমান শেহবাজ ও মালিক আহমেদ খান, শেহবাজ শরীফ, মরিয়ম নওয়াজ, ইসহাক দার, মরিয়ম আওরঙ্গজেব ও সাদ রফিক অংশ নেন। জ্যেষ্ঠ নেতারা সেখানে কেন্দ্রে সরকার গঠনের চেষ্টা না করে পাঞ্জাবের দিকে মনোনিবেশ করা উচিত বলে প্রস্তাব দেন। পাঞ্জাবে নির্দলদের নিয়ে সহজেই সরকার গঠন করা যায় বলেও তারা উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধহামাসকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন
পরবর্তী নিবন্ধউখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন