পিআরসহ ৫ দফা দাবি না মানলে দেশে কোনো নির্বাচন হবে না

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলা ও থানায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলায়ও। সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে কোনো নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন। দৈনিক আজাদীর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

বাঁশখালী : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী উজেলা জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি জলদি মিয়ার বাজার হতে প্রদক্ষিণ করে জিএস প্লাজা মার্কেটের মোড়ে এসে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল এর সভাপতিত্বে মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম। সমাবেশ ও মিছিল পরিচানা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌর আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা সহ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, সহ সেক্রেটারি মাওলানা এনামুল হক, সহ সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, শ্রম সম্পাদক মাওলানা জুবায়ের, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী, যুব নেতা খোরশেদ আলী চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন রাজু সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সাতকানিয়া : সাতকানিয়া উপজেলার উদ্যোগে বিকাল ৫টায় পৌরসদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাতকানিয়ালোহাগাড়ার সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, এম ওয়াজেদ আলী, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, কেরানীহাট শহর শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দীন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

পটিয়া : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ইন্দ্রপুল বায়তুশ শরফ কমপ্লেক্স থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় গিয়ে নেতাকর্মীরা এক সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াত আমীর মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, পটিয়ার দলের মনোনীত এমপি প্রার্থী ডা. ফরিদুল আলম, শাহজাহান মহিউদ্দিনসহ নেতৃবৃন্দ।

পটিয়া পৌরসভা জামায়াতের আমির মাস্টার মো. সেলিম উদ্দিন ও কালার পুল সাংগঠনিক থানার আমির এস এম নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, অধ্যক্ষ মৌলানা ইসমাইল হক্কানী, আ ক ম ফরিদুল আলম, জামায়াত নেতা আনোয়ার হোসেন, মুহাম্মদ ইব্রাহিম, রাশেদুল ইসলাম, শিবির নেতা মাহবুব উল্লাহ প্রমুখ।

আনোয়ারা : গতকাল সকাল ১০টায় আনোয়ারাকর্ণফুলী জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে আনোয়ারার চাতরি চৌমুহনী বাজরের টানেল চত্বরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আব্দুল গণির সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়েত ইসলামীর আমীর মনির আবছারসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোহাগাড়া : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মিছিলটি উপজেলা সদরের চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে বটতলী স্টেশনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আ ন ম নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুর হোসাইন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহসেক্রেটারি অধ্যাপক জালাল আহমেদ, ইউনিয়নের জামায়াতের আমীর যথাক্রমে সলিম উল্যাহ, অধ্যাপক মোহাম্মদ হাছান, মাওলানা শমশুল ইসলাম হেলালী, মহিউদ্দিন, মৌলানা জসিম উদ্দিন, ডা. সিদ্দিক আহমেদ, মাওলানা আ..ম হামিদুল হক, মাওলানা নাজিম উদ্দিন, আবদুল কাদের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মনির আহমদ, দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আসিফ উল্যাহ আরমানসহ উপজেলা জামায়াতে ইসলামী, যুব বিভাগ, ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

চকরিয়া : জামায়াত চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলের পূর্বে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়াপেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ। এছাড়া বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলার প্রাক্তন আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর আলী, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে এলএলএম ৪০তম ব্যাচের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধওয়ার্লেস কলোনী মসজিদে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন