দেশের কৃষকরা পিঁয়াজের ঝাঁজে খুশীতে হাসছে। কারণ বাংলাদেশ সরকার ভারতের পিঁয়াজের আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় দেশের বাজারে বাংলাদেশের কৃষকরা তাঁদের উৎপাদিত পিঁয়াজের ন্যায্য মূল্য পেয়ে খুশি, যদিও ভারতের চেয়ে বাংলাদেশের বাজারে পিঁয়াজের মূল্য অধিক। ক্রেতারাও সামান্য অধিক মূল্যে দেশীয় পিঁয়াজ কিনে খুশি। উল্লেখ্য, গত ২০২৩– ২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭ লাখ ২৪ হাজার টন পিঁয়াজ রপ্তানি করেছিল কিন্তু গত ২০২৪ – ২৫ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে মাত্র ১২ হাজার ৯০০ মেট্রিক পিঁয়াজ আমদানি করে। বাংলাদেশ পিঁয়াজের বাকী চাহিদা তার দেশীয় পিঁয়াজ দিয়ে মিটায়। ফলে একদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ যেমন কমে অর্থনীতি সুদৃঢ় হচ্ছে পাশাপাশি বাংলাদেশের কৃষকরাও লাভবান হচ্ছে এবং আগামীতে আরও অধিক পরিমাণ পিঁয়াজ চাষে উৎসাহিত হবে। সরকারেরও উচিত আমাদের দেশের পিঁয়াজ চাষীদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়ানো যাতে বাংলাদেশ পিঁয়াজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে।
আবদুর রহিম
চট্টগ্রাম।








