পায়ের নিচে অজগর দিয়ে বিড়ি ফুঁকছেন সাপুড়ে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৪:১৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্য পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অজগরটি উদ্ধার করা হয়। অজগরটির ওজন ১৫ কেজি বলে জানান স্থানীয়রা।

এদিকে উদ্ধারের পর সুরেশ মালাকার নামের স্থানীয় এক সাপুড়ে অজগরটি নিয়ে যান। এ বিষয়ে বন বিভাগ কিছুই জানেন না। পারুয়া ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাশেম আজাদীকে জানান, স্থানীয় লোকজন সন্ধ্যা ৬টার দিকে স্কুলের পাশে অজগরটি দেখতে পান। পরে এলাকাবাসী স্থানীয় সাপুড়ে সুরেশ মালাকারকে খবর দিলে তিনি এসে সাপটি তাঁর বাড়িতে নিয়ে যান।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির আজাদীকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় একজন আমাকে অজগর পাওয়ার কথাটি ফোনে জানান। এলাকাটি ইছামতি রেঞ্জের আওতাধীন হওয়ায় সেখানে যোগােযাগ করতে বলেছি। ইছামতি রেঞ্জ কর্মকর্তা খসরুল আলম বলেন, অজগর উদ্ধারের বিষয়টি কেউ আমাকে জানায়নি। বিষয়টি খবর নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধমাথাপিছু ঋণ ২৫ হাজার টাকা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার আওয়ামী লীগের