পাহাড় কাটার সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ছৈয়দ হোসেন (৪২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়াপালং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক পার্শ্ববর্তী টাইপালং গ্রামের মৃত নজু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩/৪ জন শ্রমিক একটি মিনি ড্রাম ট্রাক নিয়ে পূর্ব ডিগলিয়াপালং এলাকার সিরাজের দখলীয় পাহাড় কাটছিল। এ সময় পাহাড় ধসে দুই শ্রমিক মাটিচাপা চাপা পড়েন। অন্য শ্রমিকরা ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে ছৈয়দকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ফিরোজ আহাম্মদকে গুরুতর অবস্থায় কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে।
উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, ঘটনাস্থল বন বিভাগের আওতার বাইরে। আর ঘটনাটি ঘটেছে মালিকানাধীন পাহাড় কাটার সময়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর কিংবা অন্যান্য প্রশাসন রয়েছে।
এদিকে নিহতের স্ত্রী সালেহা বেগম তার স্বামীর মৃত্যুতে কাউকে দায়ী না করে লাশ ময়নাতদন্ত বিহীন দাফনের অনুমতি চেয়ে উখিয়া থানার ওসির নিকট আবেদন করেছেন বলে স্থানীয় ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম জানান।
উখিয়া থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, ঘটনাটি শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনোয়াপাড়ায় বিক্ষোভ-প্রতিবাদ
পরবর্তী নিবন্ধশ্রেষ্ঠ পুরস্কারের সম্মাননা পেল আবুল খায়ের গ্রুপ