আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। এ সরকার উন্নয়ন বান্ধব জনগণের সরকার। এই সরকারের আমলে দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। পার্বত্য চট্টগ্রামের মানুষের উন্নয়নে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে। উন্নয়নের মাধ্যমে পার্বত্যাঞ্চলের চেহারা অনেকটায় বদলে গেছে। পাহাড় এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। গতকাল শুক্রবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মং প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত বৌদ্ধ বিহার, স্কুল ছাত্রাবাস ও দেশনা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এছাড়াও ভাঙ্গামুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। অনুষ্ঠানে স্থানীয় মানুষের মাঝে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করেন।