মুজিববর্ষে খাগড়াছড়ির ৯টি উপজেলায় হতদ্ররিদ্ররা পাচ্ছে নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সরকারি খাস জমিতে গৃহ নির্মাণ কাজ শেষ করেছে জেলা প্রশাসন। আগামী ২৩ জানুয়ারি এসব গৃহের চাবি তুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাস। তিনি জানান, ভার্চুয়াল মাধ্যমে দেশে একযোগে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে খাগড়াছড়ির ২৬৮টি পরিবার পাবে স্বপ্নবাড়ির চাবি।
সংশ্লিষ্টরা জানান, প্রত্যেক ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত করে তার ওপর ঘর তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, শৌচাগার ও খোলা বারান্দা।
রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী বলেন, রামগড় ইউনিয়নের হাতিরখেদা গ্রামে প্রথম পর্যায়ে ১০টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ শুরু হয়েছে পাতাছড়া ইউনিয়নে। অন্যদিকে দীঘিনালা ইউএনও জানান, দীঘিনালায় ৩০টি ঘর উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।