পাহাড়ে সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন আছে : পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আজকে নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ হলো নির্বাচন দেয়া। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে কোনো ইস্যু তৈরি করতে দেয়া হবে না। প্রশাসনের অনুমতি ছাড়া কেউ মিছিল মিটিং করতে পারবেন না। এখন ১৪৪ ধারা জারি রয়েছে। তারা যে অবরোধ করছে সেটা অবৈধ। কারণ তারা একবার অবরোধ প্রত্যাহার দিয়েছে। আবার অবরোধ দিয়েছে। পাহাড়ে রাষ্ট্রীয় বাহিনী ছাড়া কারো হাতে অস্ত্র থাকবে না। পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির সভাপতি এমএন আফসার, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি ও গুইমারার ঘটনা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
পরবর্তী নিবন্ধ১১ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা