পাহাড়ে সংসদীয় আসন বাড়িয়ে ৮টি করার দাবি

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

পাহাড়ের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংসদীয় আসন তিন থেকে বাড়িয়ে আটটি করার দাবি জানিয়েছেন পার্বত্য অঞ্চলের কয়েকজন। গতকাল সোমবার নির্বাচন ভবনে সংসদীয় আসনের বিষয়ে দাবিআপত্তির শুনানিতে তারা এ দাবি তুলে ধরেন। খবর বিডিনিউজের।

নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানির প্রথম দিন রোববার কুমিল্লা অঞ্চল এবং দ্বিতীয় দিন সোমবার খুলনা অঞ্চল, বরিশাল অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চল দাবিআপত্তির শুনানি হয়।

শুনানি থেকে বেরিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শাহাদাত ফরাজি সাকিব বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে একটি দাবি জানাতে চাই। সেটা হলো, তিনটি সংসদীয় আসনকে আটটি আসনে উন্নীত করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমন্বিত রাখা।’

বর্তমানে তিন জেলায় তিনটি আসন রয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে আসা ব্যক্তিরা খাগড়াছড়িতে তিনটি, রাঙামাটিতে তিনটি এবং বান্দরবানে দুটি সংসদীয় আসন করার দাবি জানিয়েছেন।

যুক্তি হিসেবে রাঙামাটির বাসিন্দা সৈয়দ ইবনে রহমত সাংবাদিকদের বলেন, ‘রাঙামাটির সাজেক ইউনিয়নের যে আয়তন, সেটা ঢাকা জেলার আয়তনের চেয়ে বেশি। ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন, সেখানে রাঙামাটিতে একটি সংসদীয় আসন।’ তাদের দাবিতে রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি ও গুঁইমারা নিয়ে খাগড়াছড়ি, মাটিরাঙা, মহালছড়ি,পানছড়ি নিয়ে খাগড়াছড়ি২ এবং সদর ও দীঘিনালা নিয়ে খাগড়াছড়ি৩ আসন গঠনের কথা বলা হয়েছে।

বাঘাইছড়ি, লংগদু, বরকল নিয়ে রাঙামাটি; সদর, কাউখালি ও ননিয়ারচর নিয়ে রাঙামাটি২ এবং জুড়াছড়ি, বিলাইছড়ি, কাপ্তা ও রাজস্তলী নিয়ে রাঙামাটি৩ আসন করার প্রস্তাব দেওয়া হয়।

সদর, রুমা, থানছি ও বোয়াংছড়ি নিয়ে বান্দরবান১ এবং লামা, আলীকদম ও নাইক্ষ্যাংছড়িকে নিয়ে বান্দরবান২ আসন করার দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধঅনুমোদন ছাড়া চিকিৎসাসেবা, লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফুড ইন্ডাস্ট্রি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, ৩ লাখ টাকা জরিমানা