পাহাড়ে বৈসাবী উৎসব শুরু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

প্রতিবছরের মত এবারও বাংলা বছরকে বিদায় ও বরণে রাঙামাটিতে শুরু হয়েছে বৈসাবী উৎসব। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর এই উৎসব উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বৈসাবী মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। আগামী ৭ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।

বৈসাবী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন পাহাড়ি নারীপুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালির নেতৃত্ব দেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

শহরের প্রধান সড়ক ঘুরে র‌্যালিটি রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনিস্টিটিউটের মেলা প্রাঙ্গণে শেষ হয়। মেলা উদ্বোধনের পর ১৩টি পাহাড়ি জনগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ডিসপ্লে প্রদর্শন করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় পাহাড়িদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি স্টল বসেছে। পাঁচ দিনের এই মেলায় পাহাড়ি শিশুদের চিত্রাংকন, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান পরিবেশনার আয়োজন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতামাকুমণ্ডি লেইন বণিক সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধ২০০ টাকা জরিমানা গুনে হাজতমুক্ত হলেন কালু