পাহাড়ের মাঝে

পুষ্প বড়ুয়া | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

পাহাড়ের মাঝে ডাকি যখন তোমাকে

শব্দটি বারবার আমার দিকে বাঁকে

চারপাশে খুঁজি ফিরি তর্ক করে কে

শুধু মনে হয় ডাকছে আমাকে।

পাহাড়ি কন্যা যায় যে চলে

কলসি মাথায় নিয়ে

জুম চাষের ঝুড়ি পিঠে

উঠছে পাহাড় বেয়ে।

কাঠ দিয়ে জ্বলছে চুলা

রান্না করছে আলু আর মুলা

অদ্ভুত এক দেখলাম দৃশ্য

ওখানে নেই কোনো ধুলা।

বাঁশের বাড়ির বাঁশের দস্তানা

তাতেই যেন এঁকেছে কতো আলপনা

দেখে আমার মন জুড়ালো

ভালোবাসার ছোঁয়া হৃদয়ে জাগলো।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটা : স্মৃতির গলি বেয়ে ফেরে শৈশবের সুরভি
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে