পাহাড়তলী বধ্যভূমিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

| শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পাহাড়তলী বধ্যভূমিতে এক মানববন্ধন এবং মোমবাতি প্রজ্জ্বল কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণহত্যা দিবস হিসেবে ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবিতে সংগঠনের সভাপতি ড. অঞ্জন কুমার চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাহাদাত হোসেন, প্রফেসর সুকান্ত ভট্টাচার্য, প্রফেসর ডা. ওমর ফারুক মিয়াজী, চট্টগ্রাম আনসার ব্যাটালিয়ানের মো. আজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. শামসুল হুদা, টিনা মোস্তফা, প্রকৌশলী সবুজ দাশ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সুজন শীল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান ২৫ মার্চ রাতে হামলা চালায়। নিরস্ত্র মানুষ হত্যায় তাদের উৎসাহ প্রদান করে বাঙালি জাতির প্রতি তীব্র ঘৃণা। যেই ঘৃণা ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে ধীরে ধীরে তৈরি করা হয়েছে তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আর সে কারণেই পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণহত্যা দিবসে বিজয়-৭১ এর আলোচনা সভা
পরবর্তী নিবন্ধস্বাধীনতার মিথ্যা ঘোষক জিয়াকে প্রতিষ্ঠিত করতে সুবর্ণজয়ন্তী পালন করছে বিএনপি