নগরীর পাহাড়তলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে এসেছেন লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের সেরা ৫ প্রতিযোগী। প্রতিযোগীরা গতকাল সকাল সাড়ে ৯ টায় প্রথমে পাহাড়তলী বাজারের বিভিন্ন মুদি দোকান ও সুপার স্টোরের ‘লাক্স’ পণ্যের বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান রিয়াজউদ্দিন বাজারে। এবার লাক্স সুপার স্টার ফাইনাল রাউন্ডের সেরা ৫ প্রতিযোগীর মধ্যে রয়েছেন–আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল। এই ক্যাম্পেইনে ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রথম পাতায় লাক্স সুপার স্টাররা চট্টগ্রামে আসছেন এমন একটি বিজ্ঞাপন ছাপা হয়। ফলে গতকাল সকাল থেকে নগরীর পাহাড়তলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে উৎসুক দর্শক ও ভক্তদের ঢল নামে। লাক্স সুপার স্টারদের এক পলক দেখতে ছুটে এসেছেন অনেক স্কুল–কলেজের শিক্ষার্থীরাও। এ সময় ফাইনাল রাউন্ডের পাঁচ প্রতিযোগী তাদের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এখন যেহেতু প্রতিযোগিতার এই পর্যায়ে ভোটদান চলছে, তাই সবার কাছে তারা ভোট কামনা করেন। এ সময় উপস্থিত অনেক ভক্ত তাদের সাথে ছবিও তুলেন। ভোট কামনার পাশাপাশি, লাক্স পণ্যের বিক্রেতাদের হাতে প্রতিযোগীরা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেন।
পাহাড়তলী বাজারে আসা আবরার হোসেন নামের এক কলেজ ছাত্র বলেন, লাক্স সুপার স্টার এই প্রোগ্রামটি আমি নিয়মিত দেখি। এখানে আমার প্রিয় প্রতিযোগীকে এক নজর দেখতে এসেছি। দূর থেকে সেলফিও তুলেছি। সকাল থেকে অপেক্ষা করাটাও সার্থক হয়েছে।
রিয়াজ উদ্দিন বাজারে কথা হয় মাছ ব্যবসায়ী আমির হোসেনের সাথে। তিনি বলেন, রিয়াজউদ্দিন বাজারে আজকে (গতকাল) সকালে সিনেমার নায়িকা আসবে শুনে আমি এসেছি। আমরা তো সব সময় নায়িকাদের টিভিতে দেখি। তাই এবার একটু সরাসরি দেখার জন্য এসেছি।
উল্লেখ্য, প্রতিভা ও গ্ল্যামারে সুপারস্টার হয়ে ওঠার জার্নির শো ‘লাক্স সুপার স্টার সিজন–১০’ প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে এবং লাক্স বাংলাদেশ–এর ফেসবুক ও ইউটিউব পেজে প্রচারিত হচ্ছে। ফাইনাল রাউন্ডের প্রতিযোগীদের মধ্যে থেকে দর্শকরা তাদের ভোটের মাধ্যমে বিজয়ী বেছে নিবেন।












