পাহাড়তলীতে রেলওয়ে ইঞ্জিনের চোরাই যন্ত্রাংশসহ একজন আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

রেলওয়ের পাহাড়তলী লোকোসেড এলাকা থেকে রেলওয়ে ইঞ্জিনের চোরাই যন্ত্রাংশসহ একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটককৃত ব্যক্তির নাম মো. বাবুল (৪৫)। গত রোববার রাতে চোরাই যন্ত্রাংশসহ তাকে আটক করা হয়।
আরএনবি পাহাড়তলী কারখানা চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক শিকদার জানান, আটককৃত বাবুল পাহাড়তলী এলাকার একজন চিহ্নিত চোর। তার কাছ থেকে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় আরো ২জন পালিয়ে গেছে যাদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে রেলওয়ে সম্পদ অবৈধ দখল উদ্ধার আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আরএনবি এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ জানান, রেলওয়ে সম্পদ চুরি প্রতিরোধে পাহাড়তলীসহ রেলওয়ের বিভিন্ন জায়গায় আরএনবির বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিএর অভিযানে ২৭ মামলা, জরিমানা
পরবর্তী নিবন্ধচসিক মার্কেটসমূহে দোকান বরাদ্দে যুগোপযোগী নীতিমালা হচ্ছে