পাহাড়তলী সিডিএ মার্কেট সংলগ্ন আব্দুল খালেক বাই লেইন সোসাইটি চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী ফজলে আলিম চৌধুরী আরমানের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে মুনস্টার টিমকে পরাজিত করে ইউমামা টিম চ্যাম্পিয়ন হয়।
পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবিকা মিসেস জয়নাব খালেক বেগম। চ্যাম্পিয়ন ইউমামা টিমের খেলোয়াড় হাসান চৌধুরী ও শিহাব এবং রানার্সআপ মুনস্টার টিমের সৌরভ ও নাবিলের হাতে ট্রফি এবং চেক তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের এজিএম সাইদুল হোসেন, ম্যানেজার জাবেদ হায়দার,পিএইচপি গ্রুপ ডিলার ফজলে আলিম চৌধুরী আরমান, ব্যবসায়ী জানে আলম, জাকির হোসেন, আমির হোসেন,নোমান,আরিফ, নুরুল আলম মিঠু,রবি হাসান,আশেক রসুল রাহাত প্রমুখ।