নগরীর পাহাড়তলী এলাকার পরিবেশ অধিদপ্তরের পাশে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিসের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন বলেন, গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে সেখান থেকে আগুন লাগে। সকাল ৯টা ১৫ মিনিটে আগুনের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। ৯টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এ আগুনে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।












