পাহাড় থেকে সরে যেতে মাইকিং, নগরে ৯৪টি আশ্রয়কেন্দ্র

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

ভারী বর্ষণের ফলে নগরীর পাহাড়, পাহাড়ের পাদদেশে থাকা লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং কার্যক্রম চালু রেখেছে জেলা প্রশাসন। লোকজন যাতে সরে গিয়ে নিরাপদে আশ্রয় নিতে পারে সে জন্য ৯৪ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে গতকাল রাত আটটা পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে কেউ যায়নি বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার। তিনি আজাদীকে বলেন, পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। এ জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোর কোনো একটিতে এখন পর্যন্ত

কোনো মানুষ আশ্রয় নিয়েছেন এমন তথ্য নেই। আনুমানিক আড়াই থেকে তিন হাজার লোকজন আত্মীয়স্বজন বা অন্যত্র নিরাপদে আশ্রয় নিয়েছেন। এরমধ্যে ঝুকিপূর্ণ আকবরশাহ এলাকার ঝিল, ঝিল,ঝিল, লালখানবাজারের মতিঝর্ণা, দুই নম্বর গেট এলাকার পাহাড়, পাহাড়ের পাদদেশের লোকজন রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেন, আশ্রয়কেন্দ্রে যাতে লোকজন সুযোগ সুবিধা পাই সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা আশ্রয় নিতে আশ্রয়কেন্দ্রে যাবেন তাদেরকে সেবা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণাধীন মাদ্রাসার দেয়াল ধসে পথচারী নিহত
পরবর্তী নিবন্ধকসাই জিহাদকে নিয়ে ঘটনাস্থল দেখলেন ঢাকার গোয়েন্দারা