পাহাড় থেকে সরে যেতে জেলা প্রশাসনের মাইকিং

আজাদী অনলাইন | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৪:১৩ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে থাকা লোকজনকে নিরাপদে সরে যেতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং চলছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের আকবর শাহ এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ঝিল ও বিজয়নগর এলাকায় এ মাইকিং করা হচ্ছে।

সচেতন ও সতর্ক করা হচ্ছে নগরের বিভিন্ন স্থানে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জেলা প্রশাসন সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড় অধ্যুষিত এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইতিমধ্যে আমাদের কয়েকটি টিম নগরের বিভিন্ন স্থানে মাইকিং করেছে। আশ্রয়কেন্দ্রগুলো খোলা আছে। পাশাপাশি শুকনো খাবারসহ প্রয়োজনীয় ঔষধ এর ব্যবস্থা করা হয়েছে। যে কোনও দুর্যোগ মোকাবিলায় আমরা সকল পর্যায়ের প্রস্তুতি নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাস-পিকআপ মুখামুখি সংঘর্ষ