নগরের বায়েজিদ থানার চন্দ্রনগর আবাসিক সোসাইটি’র ২নং জালালাবাদ এলাকায় পাহাড় কাটার দায়ে মিজানুল হক চৌধুরী নামে একজনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শুনানি শেষে গতকাল মঙ্গলবার এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস। জানা গেছে, আগেরদিন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পরিচালক হাসান আহম্মদ ও পরিদর্শক মো. মনির হোসেন। পরিদর্শনকালে তারা দেখতে পান, সেখানে নতুন করে কয়েকটি টিনশেড ঘর নির্মাণের কাজ চলছে। ঘর নির্মাণের উদ্দেশ্যে প্রায় ১২০০ ঘনফুট পাহাড় কাটা হয়েছে। এরপর ওই জায়গা মালিক মিজানুল হক চৌধুরীকে গতকালকের শুনানিতে উপস্থিত থাকার নোটিশ দেয়া হয়।
এদিকে শুনানিতে অংশ নিয়ে মিজানুল হক ১০০০ ঘনফুট পাহাড় কাটেন বলে স্বীকার করে বলে পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় তাকে ১০ লাখ টাকা জরিমানা আরোপ করে এক সপ্তাহের মধ্যে তা পরিশোধ করার নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক।