পাহাড় কাটার মামলায় ৩ জন কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

খুলশী থানা এলাকায় পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মামলায় চিটাগাং খুলশী ক্লাবের সহসভাপতি মো. রফিক উদ্দিন বাবুলসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকী দুজন হলেন ক্লাবের ম্যানেজার মোহাম্মদ মেজবাহ ও দারোয়ান মনিন্দ্র শীল। একই সময় ক্লাবের সভাপতি মোহাম্মদ নিয়াজ মোর্শেদ এলিটের জামিন মঞ্জুর করা হয়েছে।

গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী সফিউল আজম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশ অধিদপ্তরের একটি মামলায় চার আসামি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক একজনের জামিন মঞ্জুর করেন এবং অপর তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতসূত্র জানায়, খুলশী থানাধীন ফয়’স লেকের খুলশী ক্লাব সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগে গত ১৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক রুম্পা শিকদার আদালতে মামলার আবেদন করলে বিচারক খুলশী থানাকে অভিযোগটি এফআইআর হিসেবে নিতে নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধমরফলা রসুলাবাদ মৈশামুড়া উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির আলোচনা সভা