পাহাড়ের কোলে কনকচূড়ার সম্ভাষণ

সমির মল্লিক, খাগড়াছড়ি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

রুক্ষ সময়ের পর্ব পেরিয়ে পাহাড় এখন সবুজ। বৈশাখের শুরু থেকে কয়েক দফায় বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। যেসব এলাকায় বৃষ্টিপাত বেশি হয়েছে সেখানে সবুজের ঘনত্ব বেশি। সবুজ পাহাড়ে মুগ্ধতা ছড়াচ্ছে গ্রীষ্মের রঙিন ফল। গ্রীষ্মের ফুলের অন্যতম দূত কনকচূড়া। দেখতে অনেকটা সোনালুর মতো। যেন পাহাড়ে বাঁকে বাঁকে কনকচূড়ার সম্ভাষণ। খাগড়াছড়ির শহরের পুলিশ সুপারের কার্যালয়, জিরো মাইল, আলুটিলাসহ বিভিন্ন এলাকায় কনকচূড়া ফুটেছে।

সম্প্রতি রাঙামাটিতে বেড়াতে গিয়ে কাপ্তাইবরইছড়ির বাঁকে ঝোপালো কনকচূড়ার দেখা মেলে। নবীন পাতায় শোভিত হলুদ রঙের ফুলে যে কেউ মুগ্ধ হবে। পাহাড়ি সড়কের বাঁকে কনকচূড়ার সৌন্দর্যে বিমোহিত হয়ে থমকে দাঁড়ায় অনেকেই। এক পলকে তাকালে নিসর্গপ্রেমীদের মনকে আন্দোলিত করে। পাহাড়ের বিভিন্ন স্থানে কনকচূড়া তার সুন্দর পেখম মেলে ধরেছে।

কনকচূড়া দেখতে অনেকটা কৃষ্ণচূড়ার মত। পাতা হুবহু কৃষ্ণচূড়ার মতো। শীতে এরা পাতাঝরা বৃক্ষ। ফুলে পাপড়ির সংখ্যা পাঁচটি ও পাপড়িগুলো কুঞ্চিত। ফুল ফোটে শাখার ডগার লম্বা মঞ্জুরিতে। কনকচূড়ার আদি নিবাস শ্রীলঙ্কা, আন্দামান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পাহাড়ি সড়কের বাঁকে বাঁকে এখন কনকচূড়া, কৃষ্ণচূড়া, লাল সোনাইল, সোনালু, কুরচিসহ বিভিন্ন ধরনের ফুল ফুটেছ। এর মধ্যে অনেক গাছ প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে। আবার সড়ক বিভাগও পরিকল্পিতভাবে চারা রোপণ করছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে রাঙ্গামাটিকাপ্তাই সড়ক, রাঙামাটিচট্টগ্রাম সড়ক, কাপ্তাইরাজস্থলী সড়কে বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণের কাজ শুরু করেছি। গত বছরের ন্যায় আসন্ন বর্ষাতেও ফুলের চারা রোপণ করব। এতে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে।

বায়োভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির সংগঠক সাথোয়াই মারমা বলেন, কনকচূড়ার ফল শিমের মতো, কৃষ্ণচূড়ার ফলের মতো বিশালাকৃতির নয়। দুই থেকে ছয় সেন্টিমিটার লম্বা হয়, রং তামাটে। ফুলের মতো ফলও প্রচুর হয়। পাহাড়ে প্রতি গ্রীষ্মের প্রচুর ফুল ফুটে। এরে মধ্যে কনকচূড়া অন্যতম। গাছের আকৃতি বেশ বড়। প্রায় ২০ মিটার উঁচু। পাতা কালচে সবুজ ও রুক্ষ। পাহাড়ের চূড়ায় হলুদ কনকচূড়া দেখতে অপূর্ব।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের নাতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধহাসনাতের গাড়িতে হামলা : রাতভর অভিযানে আটক ৫৪