হজযাত্রী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৭ মার্চ নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হল রুমে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সভায় বক্তারা বলেন, হজ ফ্লাইটের সিডিউল করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে যথাযথ ফ্লাইট পাওয়া যায় না বলে আলোচনা সমালোচনা রয়েছে। যেমনটা গত বছর চট্টগ্রাম বিমান বন্দর থেকে ২২টি হজ ফ্লাইটের মধ্যে মাত্র ২টি ফ্লাইট দেয়া হয়েছিল চট্টগ্রাম থেকে পবিত্র মদিনা। এতে চট্টগ্রাম বিভাগীয় কাফেলা এজেন্সীরা হজযাত্রী প্রেরণ করতে সমস্যার সম্মুখীন হয়। হজ ফ্লাইটের সিডিউলে চট্টগ্রাম বিভাগের হজযাত্রীর সুবিধা আবশ্যক। চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে পাহাড়তলী হাজী ক্যাম্প চালু হওয়ার কথা থাকলেও এখনও বাস্তবতা দৃষ্টিগোচর হচ্ছে না। বক্তারা এটা চালুর দাবি জানান। পরিষদের যুগ্ম–মহাসচিব সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু, জয়নাল আবেদীন শাবাব, মুহাম্মদ ইসমাইল মানিক, অ্যাড. নুরুল আলম চৌধুরী, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ইরফান আলী ভূঁইয়া, ডা. রবিউল হোসাইন, খতিব মাওলানা আবু তৈয়ব, কাজী মাওলানা শিহাব উদ্দিন, অ্যাড. মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ শরীফ, অ্যাড. মুহাম্মদ ছমি উদ্দিন, আবুল হাসনাত হাবিবুল বারী, কাজী মুহাম্মদ শফিউল আলম, ইঞ্জিনিয়ার জাহেদ হোসাইন, এস এম নিজাম উদ্দিন, মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মালেক ইবনে দিনার। প্রেস বিজ্ঞপ্তি।