লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র পাহাড়তলী থানার উদ্যোগে দেশব্যাপী চলমান পরিস্থিতি নিয়ে দলীয় নেতা কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলডিপির পাহাড়তলী থানার মোহাম্মদ হারুন হায়দার। মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএম সাইদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মহানগর এলডিপির আহ্বায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলম। তিনি বলেন, ছাত্র–জনতার এই আত্মত্যাগ আমাদের গৌরবান্বিত করেছে, দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে, তিনি নতুন সরকারকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানের পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কর্নেল অলি আহমদ বীর বিক্রমের স্বপ্ন বাস্তবায়নে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন, নগর এলডিপির সদস্য এস এম আবু জাফর, নগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি আজারুল ইসলাম অপু, মোহাম্মদ আবু সৈয়দ রাজু, মোহাম্মদ রায়হান উদ্দিন, মোহাম্মদ তানভীর আহমদ, মো. ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।