পাহাড়তলীতে প্রতিপক্ষের হামলায় ‘যুবলীগ কর্মী’ নিহত

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আলী (৪০) নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের পদ্মপুকুরপাড় এলাকার বাসিন্দা।

আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমিদখলসহ নানা অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এসবের বিরোধের জেরে তিনি খুন হতে পারেন বলে ধারণা তাদের। তবে পদ পদবি না থাকলেও তাকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, তার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল সেটা জানতাম।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মো. আলী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় কয়েক’শ লোকজন লাঠিসোটা নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। অন্যরা পালিয়ে গেলেও মো. আলীকে ধরে ফেলে তারা।

লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটান তারা। একপর্যায়ে গুরুতর আহতবস্থায় ফেলে রেখে চলে যান। পরে তার স্ত্রী এসে তার লাশ নিয়ে যায়। পরে সেনাবাহিনী এসে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী রাতে কয়েক দফা টহল দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রিনভিউ আবাসিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, রাতে মো. আলী নামে একজনকে কারা এসে হামলা চালিয়ে মেরে ফেলেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে আবাসিকের বাসিন্দারা বিভিন্ন সময় নানা অভিযোগ করতেন। আমরা পুলিশকেও কয়েকবার জানিয়েছি। তার বিরুদ্ধে থানায়ও অভিযোগ রয়েছে বলে শুনেছি।

আওয়ামী লীগ ও যুবলীগের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাদের মুঠোফোন বন্ধ রয়েছে। সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মো. আলী পুরনো যুবলীগ কর্মী। তার বিরুদ্ধে চাঁদাবাজি বা জমি দখলের কোন অভিযোগ ছিল বলে আমার জানা নেই। তবে জমি নিয়ে বিরোধ ছিল শুনেছি। তার জের ধরে তাকে হয়তো মেরে ফেলেছে।’

শেখ হাসিনা সরকারের পতনের পর পাহাড়তলী থানায় হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়। গতকাল পর্যন্ত পুলিশ সদস্যরা থানায় যোগদান করেননি। তাই স্থানীয় পুলিশের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মামার বাটামের আঘাতে ভাগিনার মৃত্যু
পরবর্তী নিবন্ধজানা গেল অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম