চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হালিশহরের মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে পাহাড়তলীর জাবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নগরের পাহাড়তলী থানার আব্দুল লতিফ সড়কের মাইট্যাইল্যা গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জাতীয় সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-নগরীর হালিশহর এলাকার মোহাম্মদ আলী (২৪) এবং কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. সজল (২৪)। এসময় তাদের তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল,একটি চায়নিজ কুড়াল, একটি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, দু’পক্ষের সংঘর্ষের সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর তাঁদের আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।