পাহাড়তলীতে গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

ছাত্রলীগ কর্মীর গুলি করার ছবি ভাইরাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী কলেজ ভোট কেন্দ্রের বাইরে নৌকা ও ফুলকপি প্রতীকের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২) নামে দুইজন গুলিবিদ্ধ হন। গতকাল বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে শামীম আজাদ প্রকাশ ব্ল্যাক

শামীম নামে এক ছাত্রলীগ কর্মীর গুলি করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী বলে এলাকায় পরিচিত। তবে ওয়াসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার অনেক কর্মী আছে। কে কী করল সেটা তো আমি জানি না। ঘটনার সময় তো আমি সেখানে ছিলাম না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের বাইরে নগর আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলি চালানোর ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহ বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ভোটকেন্দ্রের ভেতর কোনো সমস্যা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কে কত ভোট পেলেন
পরবর্তী নিবন্ধইতিহাস গড়লেন সনি