জালিয়াতি করে পাসপোর্ট করার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ মামলাটি দায়ের করা হয়েছে। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মামলার আসামিরা হলেন– অবসরপ্রাপ্ত পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সাবেক পরিচালক মো. ফজলুল হক, সাবেক পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, জার্মান কোম্পানি, ই–পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টেকনিক্যাল ম্যানেজার মোছা. সাহেনা হক ও পাসপোর্টের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। খবর বাংলানিউজের।
জানা গেছে, বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিশান মীর্জা এবং তাদের দুই মেয়ের নামে পাঁচটি পাসপোর্ট রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করায় এর আবেদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সংশ্লিষ্ট পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।