পাষণ্ড বাবার আমৃত্যু কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে বাবা নুর উদ্দিন মিঠুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নুর উদ্দিন মিঠু দক্ষিণ সোনাপাহাড় এলাকার মৃত সেলিম সওদাগরের ছেলে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এর বিচার ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। এ সময় নুর উদ্দিন মিঠু কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন ওই কিশোরীকে জুসের সাথে চেতনানাশক উপকরণ খাইয়ে ধর্ষণ করেন বাবা নুর উদ্দিন মিঠু। এ ঘটনায় কিশোরী নিজে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে একই বছরের ২৩ অক্টোবর নুর উদ্দিন মিঠুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলার কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধআবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র