পাল্টে যাচ্ছে স্যাটেলাইটের নাম

| মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু স্যাটেলাইট১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট১’ (বিএস) রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই প্রস্তাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অনুমোদন পাওয়ার তথ্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার বিকালে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এই নাম পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব আমরা উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিলাম। প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা স্যাটেলাইট কোম্পানিকে চিঠি দিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

পূর্ববর্তী নিবন্ধ২৯ সিভিল সার্জন ওএসডি
পরবর্তী নিবন্ধআজ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে খতমে কোরআন মাহফিল