মস্ত বড় বীর তিনি
বুকের বিশাল ছাতি
কথায় কথায় মারেন রাজা
আস্তাবলের হাতি!
মেঘের ডাকে লুকান তিনি
লোহার খাটের তলায়
তিনি যে এক আস্ত ভীতু
নিষেধ এসব বলায়!
মশার ভয়ে সারাটি রাত
থাকেন বসে জেগে
ভাবেন একটু সকাল হলেই
মশারা যাবে ভেগে!
অলোক আচার্য | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ