পার্সিভ্যাল হিলে এপিক অ্যানিভার্সারি গোল্ডেন ডিল শুরু

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাণকেন্দ্র চকবাজারস্থ পার্সিভ্যাল হিলে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি একক আবাসন মেলা “এপিক অ্যানিভার্সারি গোল্ডেন ডিল”। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এপিক প্রপার্টিজের নবনির্মিত প্রকল্প “এপিক ভূঁইয়া ইম্পেরিয়ামে” এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। প্রকল্প ও মেলার উদ্বোধনকালে তিনি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণের লক্ষ্যে চউক আবাসন নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। পার্সিভ্যাল হিলে নির্মিত এপিকের এই প্রকল্প বসবাসের জন্য অনেক খোলামেলা আর সবুজে ঢাকা। নাগরিক কোলাহলে এমন প্রকল্প প্রশংসনীয়। এ সময় তিনি প্রকল্পটি ঘুরে দেখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মেলা চলবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিম্বুকের ম্রো শিশুরা পেলো সেনাবাহিনীর শিক্ষা উপকরণ
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালাল গ্রেফতার