পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

খাগড়াছড়িতে জেএসএসের জাতীয় সম্মেলন শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি  | সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্ম নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী সকল অপশক্তির বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন’ এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির ১৩তম জাতীয় সম্মেলন২০২৩ শুরু হয়েছে।

গতকাল রোবরার সকাল ১০টায় পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন করেন বিদায়ী কমিটির সহসভাপতি বিভুরঞ্জন চাকমা আর জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদায়ী কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিভু রঞ্জন চাকমা। বিদায়ী কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা ঝিমিট, যুব সমিতির প্রিয়দর্শী চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির আনন্দ মোহন চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল ও জেলা ঠিকাদার সমিতির সভাপতি রবি শংকর তালুকদার প্রমুখ।

বক্তারা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে সম্পাদিত চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন। উল্লেখ্য, ২৮, ২৯ ও ৩০ মে তিনদিন ব্যাপী জাতীয় সম্মেলনে ১৫০ প্রতিনিধি ও ২৮০ পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সিএসই পরিদর্শন
পরবর্তী নিবন্ধসুন্নিয়তের প্রচারে অসামান্য অবদান রাখেন আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.)