পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন নিখিল কুমার চাকমা

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা। গতকাল মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন- ২০১৪ এর ধারা-৬(২) অনুযায়ী নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।
তিন পার্বত্য জেলার উন্নয়নে ভূমিকা রাখতে ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়। প্রসঙ্গত, এর আগে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি, সংসদ সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনাররা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিখিল কুমার চাকমা নিয়োগ পাওয়া প্রথম বেসামরিক ব্যক্তি, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন। সর্বশেষ দুই দফায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ২০২১ সালের ১৮ মার্চ মেয়াদ শেষ করেন সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। এরপর তিনমাস ধরেই শূন্য ছিল পদটি।

পূর্ববর্তী নিবন্ধউচ্ছেদ করা জায়গা দখলমুক্ত রাখতে মনিটরিং জোরদার চসিকের
পরবর্তী নিবন্ধভোগান্তি আর কতকাল