শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন,পার্বত্য চট্টগ্রামে শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছে সরকার এবং শিক্ষক সংকটের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করা হবে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনাও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গত শুক্রবার খাগড়াছড়ির মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষা শেষে পার্বত্য চট্টগ্রামের যেসব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে জরুরি ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সঙ্গে পদায়নকৃত শিক্ষকরা যাতে ইচ্ছা হলে বদলি নিতে না পারেন সে দিকে কঠোর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। অনুষ্ঠানে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বক্তব্য রাখেন।এর আগে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের শোভাযাত্রা বের করা হয়। শেষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।.












