রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে স্থায়ী বাসিন্দা সনদ অনলাইন কার্যক্রম শুরু করায় পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দারা এর সুফল ভোগ করবেন বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের জন্য জেলা প্রশাসনের স্থায়ী বাসিন্দা সনদ খুবই গুরুত্বপূর্ণ। এই সনদ পেতে জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে তার জন্য এই কার্যক্রম বলে তিনি উল্লেখ করেন। গতকাল রোববার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এ কথা বলেন।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে জনসাধারণকে এখন আর জেলা প্রশাসন অফিসে আসতে হবে না, প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।