দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস। ব্যান্ডটির ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে পার্থবাহিনী অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। গত ৯ সেপ্টেম্বর ব্রিসবেনে আইসি চার্চ ওয়েস্ট অডিটোরিয়ামে পারফর্ম করে সোলস। হল ভর্তি দর্শকদের গানে গানে দুই ঘণ্টা মাতিয়ে রাখে ব্যান্ডটি। এদিন দর্শকের অনুরোধে ‘যতীন স্যারের ক্লাসে’, ‘আমি ভুলে যাই’সহ ১৬টি গান পরিবেশন করেন সোলস সদস্যরা। এর পরই মঞ্চে আসেন তারুণ্যের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল সদস্যরা। সোলসের ৫০ বছর পূর্তি উৎসর্গ করে ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’ গানটি করেন পরিবেশন করেন আর্টসেল ভোকাল লিংকন। মঞ্চে এসে লিংকনের সঙ্গে পার্থ বড়ুয়া গানটি গেয়ে শোনান দর্শকদের। এসময় মিলনায়তন জুড়ে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, আমার অনেক পছন্দের ব্যান্ড আর্টসেল। তাদের পরিবেশনা বিদেশের মাটিতে দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমাদের ব্যান্ড মিউজিকের কালজয়ী গান নিয়ে তাদের মেডলি এক কথায় অসাধারণ।
এই প্রথম তাদের সঙ্গে আমি গেয়েছি। বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে। জনপ্রিয় দুই ব্যান্ডকে নিয়ে ব্যান্ড ফেস্টের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্রিসবেন। আগামী ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।