ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আর্থিক সাহায্য চাওয়া পারুল বিবি নামের সেই মুক্তিযোদ্ধার পত্নী ইন্তেকাল (ইন্নালিল্লাহে –রাজেউন) করেছেন । গত ১১ সেপ্টেম্বর সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানান মরহুমের সন্তান এস এম জুয়েল মাহমুদ।
পারুল বিবি সন্দ্বীপের সন্তোষপুরের বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আউয়ালের সহধর্মীনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। ২০১৮ সালে ১৫ ডিসেম্বর পিত্তথলিতে ব্যথা অনুভব হলে অপারেশনের পর তার ক্যান্সার ধরা পড়ে। প্রথমে চিকিৎসার জন্য তাকে ইউএসটিসিতে ও পরে সিএসসিআর হাসপাতালে নেয়া হয়। দুই বছর ধরে চিকিৎসার খরচ যোগান দিতে গিয়ে পারুল বিবির পরিবার নিঃস্ব হয়ে পড়লে সরকারের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়। এর আগে গত বছর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তাঁর পরিবারের সদস্যরা।