পারিশ্রমিক বাড়লো নারী ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন এই আর্থিক কাঠামো কার্যকর ধরা হবে গত জুলাই থেকে। নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিকের বৈষম্যের ব্যাপারটি আলোচনায় উঠে আসে নানা সময়েই। সেই ব্যবধান কমাতে বিসিবিকে বেশ সক্রিয়ই দেখা গেছে গত এক বছরে। গত ডিসেম্বরে এক দফায় বাড়ানো হয়েছিল পারিশ্রমিক। বছর না ঘুরতেই তা বাড়ানো হলো আবার। বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন, দৈনিক ভাতা ও ট্যুর ফিতে নারী পুরুষ সমান সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করবেন। বিসিবি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয় নতুন পারিশ্রমিক কাঠামো। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান,‘নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। ট্যুর ফিও ২৫ ডলার থেকে ৫০ ডলারে উন্নীত হয়েছে। বিষয়গুলো বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। এছাড়া বিসিবি চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের মাসিক বেতনে গড়ে ৩৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।’ নারী বিভাগের ইনচার্জ বুলবুল বাশার জানান, ‘আমরা চেয়ারম্যানের কাছে বিসিবির চুক্তির ক্রিকেটারদের (১৫ জনের) তালিকা পাঠিয়েছি। এছাড়াও আরও ৩৬ জন নারী ক্রিকেটার যে জাতীয় চুক্তিতে ছিল, যারা এখনও জাতীয় দলে খেলেননি বা অনেকদিন দলে নেই, সেই ক্রিকেটাররাও মাসিক বেতন পাবেন। তাদের বিষয়ে তথ্য দিয়েছি। তিনি জানান, আগের বোর্ড সভাপতি ফারুক আহমেদের সময়ও বেতন বাড়ানো হয়েছিল, এবার সেই ধারাবাহিকতায় আরেক দফা বাড়ানো হল।’ এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। তিনজন ক্রিকেটার আছেন এই শীর্ষ ক্যাটাগরিতেনিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তারা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন। চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। এই ক্যাটাগরিতে আছেন কেবল স্বর্ণা আক্তার। ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা। সুমাইয়া আক্তার, ফারিহা তৃষ্ণা, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার আছেন এই ক্যাটেগরিতে। এছাড়া কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন। জাতীয় দলের অধিনায়ক প্রতি মাসে অতিরিক্ত ৩০ হাজার এবং সহঅধিনায়ক ২০ হাজার টাকা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতির জন্য আবারো চট্টগ্রাম এসেছে নারী ফুটবল দল
পরবর্তী নিবন্ধজাতীয় নারী ক্রিকেট লিগে অংশ নিতে সাভার গেল চট্টগ্রাম বিভাগীয় দল