পারিবারিক ব্যবসা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে

আইসিএমএবির সেমিনারে বক্তারা

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৫৯ পূর্বাহ্ণ

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের উদ্যোগে পারিবারিক ব্যবসায় কর্মদক্ষতা শীর্ষক ওয়েবিনার গত শুক্রবার অনুষ্ঠিত হয়। আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিপিডি কমিটির চেয়ারম্যান নুরুল হুদা সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন আইসিএমএ বাংলাদেশের সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ। মূখ্য আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কর্পোরেট গভর্ন্যান্স অফিসার লোপা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কয়ার ফার্মসিউটিক্যালসের ডাইরেক্টর মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি বলেন, বর্তমান আর্থিক ব্যবস্থায় পারিবারিক ব্যবসা সামষ্টিক অর্থনীতির চাকাকে সচল রাখছে এবং বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইসিএমএবি সিবিসির সচিব শহিদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধস্বপ্নীল চট্টলার বৃক্ষ রোপণ