পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

আনোয়ারায় প্রকল্প পরিচালক

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) নুর ই আলম। গতকাল মঙ্গলবার আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেঙ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। এ সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলিম, ম্যানেজার মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পর্যটন কর্পোরেশনের পরিচালক বলেন, পারকি সৈকত পর্যটন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ লিংকের গাফিলতির প্রমাণ পেয়েছি। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। এই প্রকল্পে আর কোনো সময় বাড়ানো হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভবিষ্যতেও এই প্রকল্পে আরো বেশ কিছু কাজের টেন্ডার হবে। তখন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অতীতের কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। পর্যটন কমপ্লেঙের কাজের সার্বিক বিষয় নিয়ে সাইট ইঞ্জিনিয়ার প্রকৌশলী অসীম শীল বলেন, কিছুদিন কাজ বন্ধ ছিল আবারও কাজ শুরু হয়েছে। প্ল্যান অনুযায়ী কাজ করলে আগামী ডিসেম্বরে কাজ শেষ হওয়া সম্ভব।

আনোয়ারা প্রতিনিধি জানান, পারকি সৈকতের আধুনিক পর্যটন কমপ্লেক্স গড়ার স্বপ্ন দীর্ঘসূত্রতায় আটকে আছে। ২০১৮ সালে নেওয়া এই প্রকল্পের কাজ ছয় বছরেও সম্পন্ন হয়নি। প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ লিংকের বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকল্প কর্মকর্তাদের একাংশের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এবার সরেজমিনে পরিদর্শনে এসে দেশ লিংকের বিরুদ্ধে এসব অনিয়মের সত্যতা পেয়েছেন বলে জানান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক।

এর আগে, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ ও আদিলুর রহমান পারকি পর্যটন কমপ্লেঙ পরিদর্শন করেন। এসময় তারা কাজের মান ও অগ্রগতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এমনকি নতুন করে টেন্ডার আহ্বানের কথাও বলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মাসদুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকাদারের গাফিলতি নয়, কর্তৃপক্ষের গাফিলতির কারণে কাজ ধীর গতিতে হয়েছে। তাদের অনুরোধে দেশ লিংক কমপ্লেঙের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে শুরু হয় অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেঙ নির্মাণকাজ। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল দুই বছর। ২০২০ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলেও তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ২০ শতাংশ কাজও শেষ করতে পারেনি। ফলে দ্বিতীয় দফায় নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৭১ কোটি ২৫ লাখ টাকায়। কিন্তু মেয়াদ ও বরাদ্দ দুটি বাড়িয়েও কাজের ধীরগতির কারণে ২০২৪ সাল পর্যন্ত কাজ শেষ করতে না পারায় পুনরায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে মেরিটাইম নিরাপত্তা প্রশিক্ষণ ও আইওআরআইএস প্ল্যাটফর্ম চালু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু