পারকিতে ছিনতাই করে পালানোর সময় আটক ১

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পর্যটকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মো. ইমন (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনা সদস্য সুফিয়ান ও তার বন্ধুরা পারকি সৈকত থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তাদের আটকিয়ে মারধর করে আনুমানিক ২৯ হাজার টাকা ও ৩টি হেলমেট নিয়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় ইমন নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলেন তারা। এ সময় ছিনতাইকারী দলের অন্য সদস্য মো. মামুন, আলমগীর, রাশেদ, হেলাল, ওলি ও মহিউদ্দিন পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম অভিযুক্ত ছিনতাইকারী ইমন কে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় লাইসেন্স বিহীন ১টি সিএনজি ও ১টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধদুই প্রকল্পে একই সড়ক, অর্থ নয়ছয় হওয়ার শঙ্কা
পরবর্তী নিবন্ধঅক্টোবরে দুর্ঘটনায় ৫৭৫ মৃত্যু