সুদূর ময়মনসিংহ থেকে পাবনার পাগলাগারদে নেয়ার পথে পালিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে কক্সবাজারে! মৃত ব্যক্তির নাম শাহজালাল প্রকাশ শাহজাহান (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর, পাচরুকি বাজার এলাকার ইসহাক আলীর পুত্র। গতকাল শুক্রবার সকালে কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ রেল ক্রসিং এলাকায় এই ব্যক্তির গলিত মৃতদেহ পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এই তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল মাদ্রাসাপড়ুয়া কিশোর ওই স্থানে ফুটবল খেলতে যায়। এসময় প্রধান সড়কের দক্ষিণ পাশের রেললাইনের অদূরে ঝোপের মধ্যে মৃতদেহটি দেখতে পায় কিশোররা। পরে বিষয়টি তারা বড়দের জানায়। মৃতদেহের অবস্থান নিশ্চিত হয়ে লোকজন ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন। রিয়াজ উদ্দীন রিয়াজ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মৃতদেহটি অনেকট পঁচে গেছে। মনে হচ্ছে চার–পাঁচ দিন আগে মারা গেছে। তবে পকেটে বহু অহেতুক কাগজপত্র রয়েছে। তাতে মনে হচ্ছে লোকটি অপ্রকৃতিস্থ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়। এরপর একটি মাধ্যমে মৃতের পরিচয় সনাক্ত করা হয়। স্বজনদের উদ্ধৃত করে ওসি বলেন, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় অর্ধমাস আগে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে পাবনার পাগলাগারদে নিয়ে যাওযা হচ্ছিল। পথিমধ্যে তিনি স্বজনদের কাছ থেকে ছুটে যায়। এরমধ্যে কক্সবাজারে তার মৃতদেহ মিললো। মৃতদেহটি বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর কারণ প্রাথমিকভাবে সনাক্ত করা যায়নি। খবর পেয়ে স্বজনরা মতদেহ নিতে কক্সবাজারে আসছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রামুর খুনিয়াপালং থেকে একটি বস্তাবন্দি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়। এই মৃতদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহ করে মৃতদেহ মর্গে সংরক্ষণ করা হয়েছে।