পানি বেচে চীনের ধনীতম ব্যক্তি ঝোং

পেছনে ফেললেন জ্যাক মাকে

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৭:২২ পূর্বাহ্ণ

স্রেফ বোতলভর্তি পানি আর ভ্যাকসিন বিক্রি করে চীনের ধনীতম ব্যক্তি হয়েছেন ঝোং শানশান। তার সম্পত্তির পরিমাণ ৫৮৭০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ৪৯ হাজার কোটি টাকা। এর আগে যিনি চীনের ধনীতম ব্যক্তি ছিলেন, সেই জ্যাক মা’র তুলনায় তার সম্পত্তি ২০০ কোটি ডলার বেশি। বৃহস্পতিবার সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়। ঝোং এখন এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি। তার আগে আছেন কেবল ভারতের শিল্পপতি মুকেশ আম্বানী। বিশ্বে ধনীতমদের তালিকায় ঝোং আছেন ১৭ নম্বরে। চার্লস কোচ ও ফিল রাইটসের মতো অতি ধনীদের পিছনে ফেলে তিনি এগিয়ে গিয়েছেন। খবর বাংলানিউজের। ২০২০ সালে ঝোংয়ের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫১৯০ কোটি ডলার। অ্যামাজন ডট কম ইনকরপোরেটেডের মালিক জেফ বেজোস ও টেসলা ইনকরপোরেটেডের এলন মাস্ক বাদে এবছর আর কারো সম্পত্তি এত বেশি পরিমাণে বাড়েনি। গত বুধবার অবশ্য অ্যামাজন আর টেসলা, দু’টি সংস্থারই শেয়ারের দর ব্যাপক কমেছে। এলন মাস্কের সম্পত্তির পরিমাণ কমেছে এক হাজার কোটি ডলার। ঝোংয়ের বোতলভর্তি পানির কোম্পানির নাম নংফু স্প্রিং করপোরেশন। হংকংয়ে বিনিয়োগকারীদের মধ্যে এ ব্র্যান্ডটি খুবই জনপ্রিয়। চলতি মাসের শুরুতে ঝোং চীনের তিন ধনীতম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার কর্মকর্তাকে হত্যার পর পুড়িয়ে ফেলেছে উত্তর কোরিয়া
পরবর্তী নিবন্ধচ্যালেঞ্জের মুখে সৌদি রাজতন্ত্র